দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৭ জুন ২০২৩: জন্মদিন উদযাপন উপলক্ষে রক্তদান শিবির হল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিপএল টাউনশিপের সংহতি ক্লাব হলে। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর শাখা সংগঠন সম্পর্ক ডিপিএল এর উদ্যোগে সমাজসেবী পূর্বাশা লায়েকের ৩৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে এই শিবিরের আয়োজন করা হয়।
পূর্বাশা লায়েক শারীরিক কারণে রক্ত দিতে পারেননি। ওঁর স্বামী তথা সম্পর্ক ডিপিএল এর সভাপতি দীপঙ্কর লায়েক রক্তদান করেন। পরিবারের আত্মীয় ও বন্ধুরাও রক্তদান করেন। মোট ১৮ জন রক্তদান করেন শিবিরে। শিবিরের উদ্বোধন করেন রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ। রক্তের যোগান অব্যাহত রাখতে এমন পারিবারিক রক্তদান শিবির করার জন্য অনুরোধ জানান তিনি। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে।