দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আর জি করের নৃশংস ঘটনার প্রতিবাদে বিজেপির রাস্তা অবরোধ। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে পুর নিগম মোড় ও জাতীয় সড়কে রাস্তা অবরোধ করে বিজেপি। পুলিশ অবরোধ তুলতে গেলে ধুন্ধুমার বেঁধে যায়। যতক্ষণ পর্যন্ত না সব দোষীদের গ্রেফতার করা না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিজেপি নেতৃত্ব।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
এদিন পুর নিগম মোড়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে শুরু হয় রাস্তা অবরোধ। প্রায় আধঘন্টা ধরে চলে বিক্ষোভ। উত্তেজনা সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ অবরোধকারীদের হটাতে গেলে পুলিশের সঙ্গে বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “যতদিন না পর্যন্ত এই ঘটনার সাথে যুক্ত সব অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।”এদিন বিজেপি দুর্গাপুরের মুচিপাড়ায় ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে প্রথমে বচসা পরে ধস্তাধস্তি হয়। বিজেপি কর্মী সমর্থকরা টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করেন। ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিজেপি কর্মী সমর্থকরা জাতীয় সড়কের সার্ভিস রোডে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। নেতৃত্বে ছিলেন বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত পুলিশ কয়েকজন বিজেপি নেতা কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। এরপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।