দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ অক্টোবর ২০২৩: অবসরপ্রাপ্ত শিক্ষকের পচন ধরা দেহ উদ্ধার হল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের বি-২ এলাকা থেকে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তপন পুরকায়স্থ। বয়স আনুমানিক ৬৫-৬৮ বছর। একাই থাকতেন কোয়ার্টারে। তিনি এমএএমসি বয়েজ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।স্থানীয়রা জানান, পরশুদিন বিকেলেও তাঁকে দেখা গিয়েছিল। সম্ভবত সেই রাতেই নিজের কোয়ার্টারে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশীরা পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now