দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ ডিসেম্বর ২০২৩: আজ শনিবার সারা দেশে মোট ৮টি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। তার মধ্যে দুটি অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) এবং বাকিগুলি বন্দে ভারত এক্সপ্রেস।পশ্চিমবঙ্গ পাচ্ছে একটি অমৃত ভারত এক্সপ্রেস।
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি চলবে মালদহ- বেঙ্গালুরু রুটে। মালদহ থেকে শনিবার ট্রেনটি ছাড়বে। বেঙ্গালুরু পৌঁছাতে সময় লাগবে প্রায় ৪২ ঘণ্টা। এর ফলে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের মানুষজনেরও বিশেষ সুবিধা হবে। ট্রেনের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার। কামরা থাকছে ২২টি। তার মধ্যে সাধারণ কামরা ৮টি।
এলইডি লাইট, সিসিটিভি এবং পাবলিক ইনফরমেশন সিস্টেমের মতো যাত্রী স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা রয়েছে অমৃত ভারত এক্সপ্রেসে।রয়েছে পুশ-পুল প্রযুক্তি। মালদহের পর ট্রেনটি দাঁড়াবে নিউ ফারাক্কা, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ডানকুনি, অন্ডাল, খড়গপুর, বেলদা, জলেশ্বর, বালাসোর ও কটকে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।