দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ জুলাই ২০২৪: কিছুদিন আগে পড়ুয়াদের সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে নিয়ে গিয়েছিল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাইস্কুল। লাইব্রেরি সম্পর্কে বিশদ ধারণা লাভ করে পড়ুয়ারা। এবার কন্যাশ্রী ক্লাবকে কোক ওভেন থানা পরিদর্শনে নিয়ে গেল স্কুল। শিক্ষকেরা ৫০ জন ছাত্রীর একটি দলকে থানায় নিয়ে গিয়ে থানার অভ্যন্তরীণ কাজকর্ম দেখার সুযোগ করে দেন। পুলিশ অফিসার মিন্টু দত্ত, পরিমল বিশ্বাস এবং মহিলা কনস্টেবল ঊষা কর্মকার ছাত্রীদের স্বাগত জানান। থানার কাজকর্ম বিশদে ব্য়াখ্যা করেন। ছাত্রীরা অনেকে পুলিশ ও থানা নিয়ে নানা প্রশ্ন করে। তাঁরা সেগুলির যথাযথ উত্তর দেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এফআইআর কীভাবে দায়ের করা হয়, এফআইআর এবং জেনারেল ডায়েরির (জিডি) মধ্যে পার্থক্য, পকসো আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, বাল্যবিবাহ রোধে পুলিশের ভূমিকা প্রভৃতি বিষয়ে তাঁরা ছাত্রীদের অবহিত করেন। বিশেষ করে মহিলারা কোনও সমস্যায় পড়লে পুলিশ কীভাবে তাদের সহযোগিতা করে এ বিষয়ে ছাত্রীদের অনেকের আগ্রহ ছিল।
হাই স্কুলের প্রধান শিক্ষক ড. কলিমুল হক থানা কর্তৃপক্ষকে এই পরিদর্শনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “এই কর্মসূচীর মাধ্যমে ছাত্রীরা থানা ও পুলিশের কাজকর্ম সম্পর্কে অনেক জ্ঞান লাভ করেছে। এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে। তাদের অধিকার এবং তা রক্ষা করার জন্য আইনি প্রক্রিয়া কী রয়েছে সে বিষয়ে তারা সম্যক জ্ঞান অর্জন করেছে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।