দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৭ জুলাই ২০২৩: কানে ঠিকমতো শুনতে পেত না ওরা। পৃথিবীটা ক্রমশ ধূসর হতে শুরু করেছিল ওদের কাছে। তেমন ২৫ জন শিশুকে বিনামূল্যে শ্রবণ যন্ত্র দিয়ে শোনার ক্ষমতা ফিরিয়ে দিল শ্রবণ যন্ত্র (free hearing aids) ও পরীক্ষা সংক্রান্ত পরিষেবা প্রদানকারী সংস্থা সি সি সাহা লিমিটেড এবং শ্রবণযন্ত্র পরিবেশনকারী সংস্থা সিগনিয়া।
শুক্রবার দুপুরে কলকাতার (Kolkata) এক বেসরকারি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গায়ক শিল্পী সুদেশ ভোঁসলে। শ্রবণ যন্ত্রের সাহায্যে সামনে থেকে সুদেশ ভোঁসলের গান শুনে আপ্লুত হয়ে ওঠে শিশুরা। শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জীবনে আনন্দ বয়ে আনে এদিনের এই অনুষ্ঠান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now