দুর্গাপুর দর্পণ, তমলুক, ১০ জুলাই ২০২৩: পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) ঘিরে হিংসার শেষ নেই। সোমবার রাজ্যের বেশ কিছু বুথে পুনর্নিবাচন চলছে। এদিনই সকালে পূর্ব মেদিনীপুর জেলার (Purba Medinipur) তমলুক শহর তৃণমূল (TMC) সভাপতি চঞ্চল খাঁড়াকে কয়েকজন রাস্তার পাশে মাটিতে ফেলে ব্যাপক মারধর করে। গুরুতর চোট পান তিনি। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
দেখুন ভিডিও
তমলুক শহর @AITCofficial সভাপতি চঞ্চল খাঁড়ার উপর রবিবার বিকেলে বিজেপির একতরফা হামলা। কড়া নিন্দা করছি। দোষীদের গ্রেপ্তার চাই। pic.twitter.com/GYRJGZWidK
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 9, 2023
টুইটারে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। জখম নেতার ছবি পোস্ট করে লেখা হয়েছে, “তমলুক শহরের দলীয় সভাপতি চঞ্চল খাঁড়ার উপর নৃশংস আক্রমণের খবর শুনে আমরা গভীরভাবে মর্মাহত। বিজেপির দুষ্কৃতীরা চঞ্চল খাঁড়াকে ব্যাপক মারধর করেছে এবং তাঁর বাইকেও আগুন লাগিয়ে দিয়েছে।’’ বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।