দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ জুলাই ২০২৪: রাত পোহালেই পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে শুরু হচ্ছে রথের মেলা। দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের রাজেন্দ্র প্রসাদ রোডের জগন্নাথ মন্দির থেকে রথে চাপিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে যাওয়া হয় চিত্রালয়ের মাঠে অস্থায়ী মাসীর বাড়িতে। সাত দিন ধরে সেখানেই চলে পুজোপাঠ, নানান অনুষ্ঠান। ১৫দিন ধরে চলে রথের মেলা। কাতারে কাতারে মানুষের সমাগম হয় এই রথের মেলায়। মেলার অন্যতম আকর্ষণ হল বইমেলা।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
সেই ভিড়ের মধ্যে কারওর মোবাইল, কারওর মানি ব্যাগ কারওর সোনার গয়না চুরির ঘটনাও ঘরে। গত কয়েক বছরে চোরদের উপদ্রব দেখা যাচ্ছে এই মেলায়। সেজন্য আগাম পরিকল্পনা করে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। শুক্রবার সকাল থেকে দুর্গাপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায় মেলা পরিদর্শন করেন। তিনি বলেন, “এবার মেলার চারদিক সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে। বেশ কয়েকটি ড্রোনে নজরদারি চলবে। ভিড় নিয়ন্ত্রণ করতে কয়েকটি ব্যারিকেড করা হবে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।”
সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, জখম যুবক ভর্তি দুর্গাপুর মহকুমা হাসপাতালে
মেলার ভিতরে রাস্তার উপরেও ছোট ছোট দোকান বসে যাওয়ায় সমস্যায় পড়তে হয় মেলায় আসা মানুষজনকে। পুলিশের পক্ষ থেকে তেমন দোকানগুলিকে নির্দিষ্ট জায়গায় সরিয়ে দেওয়া হয় এদিন। যেসব দোকানে গ্যাস সিলিন্ডার রয়েছে, সেই সব দোকানের অগ্নিনির্বাপক ব্যবস্থাও খতিয়ে দেখে পুলিশ। মেলা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার মুখার্জি বলেন, “এই মেলার অন্যতম আকর্ষণ বইমেলা। সেই বই মেলায় শুধু পশ্চিম বর্ধমান জেলার মানুষই আসে না রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বইপ্রেমী মানুষের সমাগম হয়। প্রচুর দর্শনার্থী আসেন মেলায়। আমাদের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশও সহযোগিতা করবে। আশা করি মেলা নির্বিঘ্নে সম্পন্ন হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।